এগিয়ে যাও মানবতার আবেশে জড়িয়ে
রাখো ধৈর্য্য, দমন করো হিংসা-দ্বেষ,
শত বাধা শত বিপদে মনোবল ফেলোনা হারিয়ে
শুভ চেতনায় শান্তির বারি-ধারায় ঘটাও উন্মেষ ।
আসবে বিপদ, আসবে দুঃখ, কভু হয়ো না ক্লান্ত
শান্ত চিত্তে সদা করো সকল দ্বন্দ অতিক্রম,
আসুক অসহিষ্ণুতা হৃদয় জুড়ে, প্রতিক্ষণে হও শান্ত
রেখো স্থির চিত্ত, ভালোবাসায় বোঝাও মনের ব্যতিক্রম ।।
*******