পাহাড়ে ঘেরা ছোট্ট সে গ্রামখানি
আঁকাবাঁকা পথ চলে গেছে সবুজের কোল ঘেঁষে  
ছোট ছোট ঘর, নিকানো উঠোন
চারা গাছ, ফুল গাছ শোভা দেয়  
কঞ্চি-ঘেরা বেড়ার ফাঁকে-ফাঁকে।  
সহজ সরল মানুষের সুন্দর গ্রাম্য-জীবন
সদা বয় সেথায়  নির্মল বাতাস
গাছে-গাছে সুন্দর পাখিরা বেড়ায় উড়ে  
হ্রদের জলে পদ্মফুল মুখ তুলে চেয়ে থাকে
পথের দু’ধারে ফুঁটে থাকে বনফুল রাশি-রাশি।
খেলার মাঠের একপাশে বসে বাজার
বেচাকেনায় মুখর হয় সব সকাল
ঋতু বৈচিত্রে মাঠে বসে বিভিন্ন মেলা
গান-বাজনা, নাচের তালে জমে ওঠে
পাহাড়ি সেই ছোট্ট সাজানো গ্রাম।
হাতে-হাত মিলে সবাই গায় সেথা
একসাথে ঐক্য-সাম্যের গান,  
সব উৎসবেই মিলেমিশে রয়
দেখায় তারা মানবতাই বড়
পাহাড়ী গ্রাম কেড়ে নেয় মন-প্রাণ
প্রশান্তিতে প্রগাঢ়।।
      **