সবুজের মাঝে আছে শান্তি,
বাঁচাও বনাঞ্চলের জীবন ।

হারিয়ে ফেলো না তাদের,
সাদরে কোরো বরণ ।।
       ****