পলাশ রাঙা ভালোবাসার আলোয় দুজনের মধুর আলাপন
হাতে হাত রেখে চলি একসাথে প্রাণের সঙ্গোপন,
কৃষ্ণচূড়া রাধাচূড়ার দোদুল দোলে বসন্তের উচ্ছাসের মুগ্ধতায়
মেঠো পথ ধরে বাউলের সুরে ভাসি স্নিগ্ধতায়,
নীলাকাশের মেঘ ভাঙা রোদ্দুরের জরি বুটির অপরূপতায়
মনের সুখে আনন্দের কুহুতানে আমরা চলি উদ্যমতায়,
শুকনো শিশিরে পাতায় আলপনা আঁকে মোহময়ী স্নিগ্ধতায় ।।