কালো মেঘের আড়ালে এক ফালি চাঁদের খেলা,
মুগ্ধ আনাগোনায় বসে অপার স্নিগ্ধ সৌন্দর্যের মেলা ।
স্বপ্ন দেখে মন ছুঁয়ে যায় কত কল্পনা,
অচেনা সুরে মাধুরী মিশিয়ে ভেসে যায় জল্পনা ।
কালো মেঘের ওড়নায় চাঁদ সেজে হয়েছে স্বরূপা,
হোকনা সে আধফালি, তবু মায়াবী স্বপ্নীল অভিরুপা,
ভালোবাসার হাতছানি দেয় অনুরাগের ছোঁয়ায় ভরা অপরূপা ।।
***