দুঃখের অশ্রু জলে ভাসিয়ে
পুড়িয়ে দিতে হয় পুরাতন সব স্মৃতি,
বিলম্বিত লয়ে করুণ সুরে বেজে যায় …..
মনোবীণার অন্তরালে বেদনার রাগিনী,
স্মৃতির পাতায় ভেসে ওঠে
মায়া জড়ানো ছায়া মুখগুলি….
এক ঝলক ঠান্ডা বাতাসের ঝাপটায়,
কাটে আচ্ছন্নতায় ঘেরা আবেশ,
এক ঝলক সোনালী রোদ্দুরের হাতছানিতে
নতুনের আহ্বানে জাগে নতুন আশা,
বুঝিয়ে দেয় পৃথিবীর দোলাচলেই
বিরাজমান সুখ-দুঃখ, হাসি-কান্না,
আলো-আঁধারির খেলায়
বয়ে চলে জীবন-তরীর তরণী,
নিস্তব্ধতা ভেঙে উপলব্ধ হয়
জীবনের পরম সত্যের পরম অনুভূতি।।
**