স্লোগানে-স্লোগানে উঠছে ধ্বনি ---
বিচার চাই, সঠিক বিচার চাই ।
বাস্তব মাটিতে চলছে কত অন্যায়
পিতা-মাতার প্রতি নিষ্ঠুর আচরণ
ভ্রাতা-ভগ্নির মধ্যে বিরোধ,
কলহে ব্যভিচারে হচ্ছে পরিবার ছারখার
চলছে নারী নির্যাতন,
ধর্মে-ধর্মে চলেছে বিভেদ
বিদ্ধ হচ্ছে সকল সমীকরণ ।
এ ব্যাধি বয়ে চলেছে মানুষের অন্তরে-অন্তরে
ব্যথার বহিঃপ্রকাশে বারংবার ধ্বনিত হচ্ছে …
যথার্থ ভাবে প্রকৃত মানুষের মনে-প্রানে,
চাই এর যথাযথ বিচার
অসংখ্য মানুষের সুরক্ষা ।
আশায় থাকি কবে পাবে দোষীরা শাস্তি !
রাতের আঁধার ভেদ করে জ্বলছে মশাল
সাথে আকাশে অসংখ্য নক্ষত্রের আলো,
বিচার দিতেই হবে …..
তবেই নিশ্চিত হবে পিতা-মাতার প্রকৃত সম্মান
সমাজ-পরিবারের সুশান্তি, নারীদের সুরক্ষা
তবেই বিলুপ্ত হবে সামাজিক অবক্ষয় ।।
*******