আমাদের মাঝে আছে কত ঝঞ্ঝা, কত বিপদ
আছে জীবনের কত মান-অভিমান,
আছে হানাহানি, আছে জন্ম-মৃত্যুর খেলা
তবু সর্বদা শুভ কামনা ভরিয়ে তোলে সারা মন-প্রাণ ।
থাকবে আলো, থাকবে কালো
পরিক্রমায় আসবে দিন, আসবে রাত,
উঠবে আকাশ-ভরা পূর্ণিমার চাঁদ
পরক্ষণেই ঘনিয়ে উঠবে তমসা-ঘন ঘাত-প্রতিঘাত ।
শুভ্র আলো কালো পর্দা ভেদ করে
নেমে আসুক পৃথিবীর বুকে, নিয়ে আসুক স্বর্গবাস,
দীপ্ত প্রদীপ-শিখায় উদ্বেলিত হোক সকল চেতনা
শুভ কামনায় সদা জাগুক হৃদয়ের অভিলাষ ।
ভালো থাকুক সকল প্রাণীকুল
দীপ্ত শিখার আলোর জ্যোতিতে,
সার্থক হোক সকল শুভ কর্ম-ভাবনা
আসুক বিপদ, তবুও জ্বলবে আলো প্রবল দ্যুতিতে ।
নীল আকাশের শুভ্রতায় ছড়াক ফুলের সুবাস
সর্বাঙ্গীণ সুস্থ থাকুক সকল মন-প্রাণ,
শান্তির বারি-ধারায় ঝরে পড়ুক
ঈশ্বরের অপার করুণা আর অশেষ দান ।।
*****