চব্বিশ – পঁচিশে ডিসেম্বরের মহা সন্ধিক্ষণে
এই পৃথিবীতে এসেছিল এক দেবশিশু,
জেরুজালেমের অন্তর্গত বেথলেহেম সেদিন
সেজেছিল অদৃশ্য অদ্ভূত এক বিরল বেশে।
এক গোয়াল ঘর আলোকিত হয়ে উঠেছিল
মা মেরির কোল ভরিয়ে এসেছিল এক নবজাতক
জন্ম গ্রহণ করেছিলেন শক্তিময় দ্যুতির বাহক মহামানব।
সেদিন উঠেছিল আকাশ জুড়ে তিনটি উজ্জ্বল নক্ষত্র
যাঁরা দেখিয়েছিল তিন জ্ঞানী ব্যক্তির বিজ্ঞ পথ
সেই পথে তাঁরা এসেছিলেন আশীর্বাদ করতে
ঈশ্বরের পরম পুত্রকে, দ্যুতিময় যীশুকে ।
যীশু খুলে দিতে চেয়েছিলেন
মানুষের হৃদয়ের দরজাকে,
সাম্য ও সত্যের পথ দেখাতে চেয়েছিলেন
সম্পূর্ণ মানব-কুলকে ।
তিনি মুক্ত করতে চেয়েছিলেন মানুষকে
পাপ ও পাপীর আঁধার থেকে,
উৎসর্গ করেছিলেন নিজের জীবনকে
মানবকূলের সকল পাপের ত্রাণকর্তা হয়ে।
তিনিই পরম পিতা, মহামানব যীশু খ্রীষ্ট
যাঁর জন্ম ২৪ আর ২৫শে ডিসেম্বরের সন্ধিক্ষণ,
এই দিন শুভ দিন, মানুষের কাছে বড়দিন
এই দিন তাঁর আদর্শকে অনুপ্রাণিত করার দিন।।
*******