বৃষ্টিভেজা মাটির সোঁদা গন্ধে করে আকুল মন,
জুঁই বেলির সুমধুর আলিঙ্গনে উদ্ভাসিত হয় বন ।
বাদল ছায়ে গগনতলে শাপলাদল মন্দ মধুর হাসে,
পদ্মপাতায় জলের মুক্তোদানা সানন্দে কাছে ডেকে ভালোবাসে ।
পূব হাওয়ায় সুর তোলে কিশলয় টাপুর টুপুর,
ঘাসের আগায় ফড়িং দোলে সুধায় আনন্দে ভরপুর,
রূম ঝুম ঝুম বাজে শ্রাবণী মেয়ের নূপুর ।।