শ্রাবণ ধারায় স্নাত
লাল মেঠো পথের দু’ধার চেয়ে থাকে অপার মুগ্ধতায়,
বকুলের গন্ধে মাতানো
মনের বিহ্বলতা পড়ে থাকে এক অচেনা স্নিগ্ধতায় ।
দু'কূল ছাপানো ছোট নদী
যৌবনে ভরে উচ্ছ্বাস আর উদ্যমতায়,
কলধ্বনিতে ছল ছলানো নবজাগরণ
ভাসিয়ে দেয় সজীব প্লাবনতায়।
ঘন কালো মেঘের আড়ালে
দোদুল আশা আকাশের বুকে থাকে দ্বন্দ্বে,
বেজে ওঠে বিভিন্ন রাগিণীর সুর
নুপুরের রিমঝিম ছন্দে ।
শ্রাবণ ধারা চলে যায়
কোন এক বেলা,
মিঠে রোদ্দুরের পরশে
হেসে ওঠে রামধনু আর তার সাত রঙের খেলা।।