আকাশে-বাতাসে লেগেছে হিন্দোল
আগমনীর গানে উচ্ছ্বাসের আনন্দে,
শরতের প্রাণে-প্রাণে মাতিয়ে সুখানুভূতি
ছড়িয়ে পড়ে শিউলির সুবাস সানন্দে ।

মনের দুয়ার শিহরিত হয় শরতের পাড়ে
প্রকৃতি বন্ধনে আবদ্ধ হয় শুভ্রতার পরশ,
প্রাণঢালা ঝরা-শেফালিকার সুদৃশ্য টানে
মুক্ত প্রাণ ছড়িয়ে চলে গন্ধে শরতের হরষ ।

পতিগৃহ হতে উমা আসছে পিতৃগৃহে
সন্তান আর ধবল মেঘের সাথে,
শরতের প্রাণে-প্রাণে গন্ধ ছড়িয়ে
শিউলিই অভ্যর্থনা জানাবে শ্বেত-শুভ্র হাতে ।।
           *******