কাশের দোলায় দুলে
মনের কথা ভুলে  
হারাই অনেক দূরে
অজানা এক সুরে ।

চারিদিকে ঢাক ঢোল
সাদা মেঘের দোল
আসছে উমা ঘরে
মনটি যায় ভরে ।

শিউলি সুবাসের গন্ধে
মন উদাসীন অন্ধে
চলে রোদ্দুরের খেলা
ভাসিয়ে সারা বেলা ।

নদীর উজান ধারা
খুশিতে পাগল কাড়া
ভ্রমরের মধুর গুঞ্জন
পদ্ম পাতার সিঞ্চন ।

আনন্দে উচ্ছ্বাসে মুগ্ধতায়
মন ভরে শুদ্ধতায়
মুখর গরব বাতাসে
ছড়িয়ে সুধা আকাশে ।।
          *****