মনে পড়ে ফেলে আসা
স্মৃতি মধুর শৈশব বেলা,
মনের পটে ফুটে ওঠে
হারানো দিনের মুগ্ধ কত খেলা ।
হাসি-কান্না, খুনসুঁটি, আঁড়ি-ভাব
ছিল অফুরন্ত আনন্দ-স্ফুরণের মাঝে,
বয়ে যায় কত স্মৃতি-মুখরতা
রোদ-বৃষ্টিতে জল-কাদা মাখা সাজে ।
ক্রিকেট, ভলিবল, ফুটবল টুর্নামেন্ট
সবেতেই ছিল অবাধ বিচরণ, খুবই জানাশোনা,
ঘুড়ি ওড়ানো, ডান্ডাগুলির মেলায়
মনে শুধু শৈশবের স্মৃতি করে আনাগোনা ।।
**********