মন থেকে উঠে আসে বহু কথার মালা
কখনো বা তা হয় সুখ, কখনো বা দুঃখ,  
কখনো হৃদয়ের অন্ত:স্থল থেকে উঠে আসে ব্যথা
যা নিজের কাছে হয়ে ওঠে মুখ্য।

অনেকের কাছেই হয় না তা প্রিয়
তবু লিখে চলি পাতার পর পাতা,  
নাই বা হলাম একজন কবি
তবুও ভরিয়ে ফেলি কবিতার খাতা।

মনের কথা বলার এমন বন্ধু কেউ কোথাও নেই
জানি, ছেড়ে যাবে না কভু কলম-কালি,
সাথী হয়ে থাকবে সে আজীবন
থাকবো হয়ে সদা শব্দ-ফুলের মালি।।
           *****