লেগেছে শীতের পরশ
শুরু হবে বইমেলা,
ছেলে বুড়ো মেতেছে
যাবে সেথা সাঁঝবেলা ।
শত সহস্র বই
কত মানুষের আনাগোনা,
ঘুরছে বইয়ের সন্ধানে
চলছে সমানে বেচাকেনা ।
অনুষ্ঠানে ভরপুর প্রাঙ্গণ
চলছে বই প্রকাশ,
প্রকাশনী ব্যস্ত দিনরাত
আনন্দে মনের বিকাশ ।
ক’দিন কাটে সুন্দর
আসে শেষের দিন,
কষ্টের প্রলেপ মাখা
বাজে ব্যথার বীণ ।
আশায় কাটে প্রহর
একটি বছরের তরে,
আবার ভরবে প্রাঙ্গণ
মানুষ যাবে ভরে ।।
***
(আসন্ন কলকাতা বইমেলা উপলক্ষ্যে লেখা)