কুয়াশা ভেদ করে এক ফালি রোদ
ভরিয়ে তোলে সোনালী আবেশের পাহাড়,
রক্ত হলুদ গাঁদার আবির ছড়ানো ঘাসে
গোলাপ ডালিয়া জিনিয়া চন্দ্রমল্লিকার বাহার।
নবান্ন-গুড়ের সুঘ্রাণে ভরা বাতাসে
নীল আকাশে ভেসে বেড়ায় সাদা মেঘের দল,
চড়ুইভাতির উদ্যমতা-উচ্ছলতা খেলা শেষে
স্নিগ্ধ ধারায় নদীর জল করে টলমল ।
পাখির কলকাকলি-মুখর শীতের সকাল
মনের কিনারে বাজায় বীণা অচেনা সুরে,
আলোর ভাষায় জানায় কত ভালবাসা
বাউলের একতারা সাড়া দেয় দূর হতে দূরে ।
*******