ফুল সম শিশু, তবু নেই মুক্তি তার,
জীবন সংগ্রামের যুদ্ধ চলছে দুর্নিবার ।
পিঠে বিরাট বোঝা, শরীরে ক্লান্তি....
দিনান্তে জুটবে যা পারিশ্রমিক,gতাতেই শান্তি ।
কত ইচ্ছা জাগে মনের অন্তঃপুরে,
রেখে সুপ্ত সে সব স্বপ্ন অনেক দূরে ।
শিশু শ্রমের মুখেই ঘটেছে অবসান,
অকালে ঝরে যাবে বিধাতার দান ।।