হেমন্তিকার শিশিরের মৃদু অস্ফট শব্দে নতুন প্রত্যাশায়,
দোর খুলে মন ছুটে চলে শুচিতার দিশায়।
ঘাসের আগায় মুক্ত ঝিকমিকায় মধুর অনাবিল আনন্দে,
স্নিগ্ধ শুভ্রতার নিশানে অনুভবে জাগে অন্তর পরমানন্দে।
কুয়াশার পর্দা ভেদ করে প্রথম ঊষার রক্তিমতায়,
এক নিমেষে শুকায় সে পরশ রাখে মুগ্ধতায়
শীতের বার্তা নিয়ে আসে নিহারিকা স্বপ্নিল গভীরতায়।।