শেষ ছটায়
-----------------
গোধূলির শেষ রক্তিম ছটায়
ছলছল দীঘির জল

সরে যায় মনের কলুষতা
ভরে উদ্দমতার বল ।