প্রকৃতি বাতাস ছড়ায়
প্রাণের উচ্ছ্বাসে আনন্দে,
শান্তি সুধা ভরায়
ধরণী মাতা পরমানন্দে ।

বনরাজীর শোভার অপরূপতা
সোনালী সূর্যের হাসি,
নদীর ঢেউয়ের স্নিগ্ধতা
মনেতে পুলক রাশি ।

পদ্মের মুগ্ধ ভালবাসায়
ভ্রমর গুঞ্জে সুরে,
সমীরণের যাওয়া আসায়
তান ভাসে দূরে ।

পাখিদের কাকলিতে মাতে
মনের আবেগী আবেশ,
ফুলের সৌরভের সাথে
ছবি ওঠে সুবেশ ।

প্রকৃতি মুগ্ধ মাতা
স্নেহের আপ্লুততায় ভরা,
সকল বিপর্যয়ে ত্রাতা
সর্বজয়া স্নেহময়ী বসুন্ধরা ।।
        ***