ছিল সেকালে একান্নবর্তীতা
মাথার উপরে একচ্ছত্রপতি বড়-কর্তা,
যা কিছু বিধান বিচার দিতেন তিনি
মাথা পেতে মেনে নিত সবাই, তিনিই হর্তা ।
শ্রদ্ধায় ভরে যেত সেথা, বিনম্রতা করত সদাই বিরাজ
গুরুমশাই ছিলেন পরম গুরু, গ্রামের পাঠশালায় ছিল ভালোবাসা,
অল্পতেই সবাই সুখী, খুশিতে মন ছিল দরাজ
ছিলনা কোন আকাশ ছোঁয়া অঢেল প্রত্যাশা ।
এখন সমাজে এসেছে শিক্ষার কর্মযজ্ঞের নতুন শিরোপা
যুগের পরিবর্তনে অফুরন্ত আশার সীমা হয়েছে বন্ধনহীন,
নিউক্লিয়ার পরিবার চিনতে চায়না কোন আপনজন
পরর্শ্রীকাতরতা ও উশৃংখলতার মাঝে মন হচ্ছে দীন ।
শিশুর শৈশব হারিয়ে যাচ্ছে সদা কঠিন চাপে
মুঠোফোনে অহরহ বন্দী হচ্ছে সমাজের সামাজিকতা,
প্রকৃতি-ধরণী মাতা ক্লান্তি মেখে খুঁজে চলেছে সবুজ
হারিয়ে যাচ্ছে শুভ চেতনা, জনমানবের মানবিকতা ।
******