পুজোয় প্রথম সেজে ওঠে প্রকৃতি, নব রূপে নব সাজে
শুভ্র হাওয়া দোলা দিয়ে যায়, বিস্তৃত কাশফুলের বনে,
সাদা মেঘের ভেলা সাজিয়ে তোলে নীল আকাশ
শিউলি ফুল সুগন্ধ ছড়ায়, মাতিয়ে সবার মনে ।
সোনালী-রোদ ঝিলিক দেয় নবযৌবনা ধানের শীষে
পথের ধারে পদ্ম-শালুক অপার মহিমায় সেজে ওঠে, লাগবে মায়ের কাজে,
তটিনী ভেসে চলে শুভ্র-নীল স্রোতস্বিনী কলতানে
লাল-সুড়কির পথ ধরে আসে ঢাকি-ভাইরা পেখম ঢাকির সাজে ।
কেনাকাটার চলছে ধুম যার কাছে যতটুকু আছে
কোথাও সাজবে মা ডাকের সাজে, কোথাও সাজবে অন্য স্বরূপে,
ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে সাজবে মানুষ তাঁর নিজ মনে
আলোর রোশনাইতে সাজবে দুনিয়া খুশির অপরূপে ।
শাড়ি-গয়না ধুতি-পাঞ্জাবিতে সাজবে মানুষ কত বাহারে
একটু যদি ভাবি মোরা মোদের সেসব ভাইয়ের তরে,
পথের কোণে যাদের বাস, যথার্থই সফল হবে সকল সাজ
তাদের মুখে ফুটুক হাসি, ভাগ করে নিই মোদের সাজ মন ভরে ।।