সে কন্যা, জায়া, জননী
আপ্লুত মায়ার বন্ধনে আবদ্ধ তার মন,
অসীম ধৈর্যে ভাঙ্গে না হৃদয়ের বাঁধ
অটুট স্নেহের পরশে মুছে যায় নারী, অন্তর্বেদন।
ঘর ও বাহির সমান দক্ষতায়
করে সে পারাপার,
একইসাথে বাঁধে সামাজিক বন্ধন
সুললিত ছন্দে, মহিমায় অপার।
তারে করো সম্মান
দিও তার প্রকৃত অধিকার,
সোচ্চার হও তার অপমানে প্রতিবাদের ভাষায়
করো তার প্রতি অন্যায়ের প্রতিকার।
ধরণী, সেও তো মাতা
প্রকৃতি, সেও সুশীতল ছায়া,
নারী সে তো অনুপ্রেরণা
সে কন্যা, সে জননী, সে জায়া।।