ভালবাসা সাত রঙে
_______________
মেঘের পর্দা ছিড়ে
রামধনু ওঠে হেসে,
সাত-রঙা সুর বাজে
অপরূপ গানে ভেসে।

ভালবাসা আর আলো-ছায়া পরশে
পাওয়া তারে মনের অনুরাগে,
বুনো ফুলের সুরভিতে ভরা
আমেজ ছড়ায় নবরাগে ।।