রোদের সোনালি জড়িবুটির উচ্ছল আনন্দে
কৃষ্ণচূড়া রাধাচূড়া পলাশ দেয় হাতছানি
মৌমাছি ভ্রমর দুষ্টু প্রজাপতির গুঞ্জনে ফুল হাসে সানন্দে
উদাসী বাউল বাতাস বলে তারে জানি ।
সাতরঙা আবির-স্নাত মৌতাতে
মনের দ্বার খোলে হাসির আনাগোনায়
ভালোবাসার রামধনু রঙের উচ্ছ্বসিত প্রতিভাতে
বসন্ত রাঙা ফাগুনের মেঘ আগুনে দোদুল দোলায় ।
সাঁঝবাতির অন্তরালে পূর্ণিমার একঢাল চাঁদের শোভায়
জ্যোৎস্না ভেজা শরীরকে আপ্লুত করে অমোঘ আমেজ
বনমল্লিকা মহুয়ার ভেসে আসা সুবাসের প্রভায়
হোলির সাত রঙা আবেশ প্রকৃতির মেলবন্ধনে স্নিগ্ধ সতেজ ।।