তোমায় খুঁজি আকাশের মাঝে,
জ্বলজ্বল কর তুমি সন্ধ্যা সাঁঝে,
ওগো ধ্রুবতারা থেকো সাথে
মনের অন্তঃস্থলে নীরবে নিভৃতে ।
তুমি যে অন্তর্যামী
হয়ো না কভু অস্তগামী,
কালের অমোঘ গতি-চক্রে
তুমি চলতে থেকো পথ-বক্রে ।
তবু, নিয়মের ধারায়
তুমি আসো আপন ছন্দ-পারায়,
অবুঝ মন আকুল হয়ে চেয়ে থাকে
সন্ধ্যা-আকাশে মেঘের ফাঁকে ফাঁকে ।।
***