মানব জাতি শ্রেষ্ঠ পৃথিবীতে
সে কি ভুলে যাচ্ছে তার বিবেক বোধ ?
শুভ চেতনা-শক্তি হারিয়ে
হিংসা-দ্বেষে মানতে পারে না সকল রোধ ।

মানুষ ভুলোনা, আজ তুমি জ্ঞানের আলোকে
সারা পৃথিবী করেছো জয়,
তবু কেন ঘুঁচাওনা মনের অন্ধকার
দুর করে সকল সংকীর্ণতার আশ্রয় ?

মানবজাতি, গড়ে তোলো নুতুন পৃথিবী
পরিচ্ছন্ন হোক সকল মানব-হৃদয়,
আগামীকে বাঁধুক সম্প্রীতির ঐক্য
সফল চিন্তায় ফুটে উঠুক সামাজিক বোধোদয় ।
           *****