প্রথম সার্থক ঔপন্যাসিক বঙ্কিম
জন্ম নিলেন নৈহাটির কাঁঠাল পাড়ায়
উদ্ভাসিত হল বাংলা সাহিত্যের নতুন সুচনা
উজ্জল প্রদীপের আলোক ধারায় ।
ঈশ্বর চন্দ্র গুপ্তের আদর্শ, অনুপ্রেরণায়
প্রকাশিত হল কত গদ্য পদ্য সাধু রঞ্জন পত্রিকার অঙ্গনে
রাজমহল’স ওয়াইফ নামাঙ্কিত ইংরেজি উপন্যাস
বিকশিত হল সাহিত্য বাংলাদেশের খুলনার প্রাঙ্গণে।
কর্মরত জীবন কাটল চব্বিশ পরগনা জেলা.....
বারুইপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদের মহিমায়,
তৎকালে বিখ্যাত উপন্যাস রচিত হল
দুর্গেশ নন্দিনী, কপালকুণ্ডলা সাহিত্য সম্রাটের গরিমায়।
আনন্দমঠ এর বন্দেমাতারাম মন্ত্র ---
প্রবুদ্ধ করে বাঙালি তথা ভারতীয় রাষ্ট্রীয় ভাবের প্রকাশ,
দেবী চৌধুরানী, রাজ সিংহ, সীতারাম, ইন্দিরা, কৃষ্ণকান্তের উইল
বহু সৃষ্টিশীল চিন্তাধারা দেশপ্রেমের হয়েছিল বিকাশ ।
বিস্ময়কর সাহিত্য ধারার প্রতিচ্ছবি সেই মহান
গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ নিয়ে ইতিহাসের সমৃদ্ধির মুগ্ধতা
স্বল্প জীবন তার, তবুও অমর তিনি সবার মনে প্রাণে
বাংলা তথা ভারতের দরবারে রেখে গেলেন সাহিত্যের ধারাবাহিকতা ।