সাহিত্য সাধনায়
আসে প্রাণের সৃজনশীলতা
আসে অন্তরের মুক্তি
আসে মনের পরিশীলতা ।
সাহিত্য সাধনায়
আসে সৌজন্যবোধ
আসে আত্মপ্রত্যয়
আসে ভালবাসাময় ক্রোধ ।
সাহিত্য সাধনায়
আসে জ্ঞান-ভাণ্ডারের গরিমা
আসে শুভ চেতনার স্পন্দন
আসে সাহিত্য-পরম্পরার মহিমা ।
সাহিত্য সাধনায়
আসে মনোমুগ্ধকর সময়কাল
আসে নিরলস চেষ্টার আনন্দ
আসে আঁধার পেরিয়ে নতুন সকাল ।।