যাব সেথায়, সাহিত্যের মেলায়  
ছোট বড় সকলেরই আছে আমন্ত্রণ,
অক্ষরে অক্ষরে মালা গেঁথে প্রস্তুত সবাই
শুধু অপেক্ষায় কয়েকটি প্রহরের আস্তরণ।

ভালোবাসা আন্তরিকতায় মন ভরিয়ে
নতুন কিছু দর্শন-ভাবনায় জুড়াবে প্রাণ,
উজ্জ্বল আঙ্গিকে নব উদ্দীপনায় সঞ্চারিত হয়ে
সাহিত্য-মেলা রাখবে তার ধারাবাহিক মান।

সাহিত্য-প্রেমীরা সেদিন দেখবে সেথায়
নীলাকাশের নীচে কলম-সৃষ্টির খেলা,
মুক্ত আসনে, মুক্ত বসনে ভিন্ন স্বাদে প্রদর্শন করে
সাহিত্য-বাসর রঙিন করে তুলবে সাহিত্যের মেলা।  

কবি-কবিতার অদৃশ্য বন্ধনে
মিলিত হবে অসংখ্য গুণীজন,
সুষ্ঠু ভাবে শুনতে হবে তাঁদের কথা
সাহিত্যের মেলায় তাই হবে কবিতাও উদযাপন।।
         ------