অপার জলরাশি
ডাকে বারবার
তার তরে সাড়া দিয়ে
ফিরে আসি শতবার ।

ফেনীল শুভ্রতার মাঝে
ঢেউয়ের হাতছানি
অমোঘ আকর্ষণে
শুধু তারেই জানি ।

সাগরের প্রবল হুংকারে
সঁপে দিই নিজেকে বিশাল অসীমতায়,
আনন্দে-আলিঙ্গনে হাতছানি দেয় সে
দুর্বার মন ভেসে চলে তরঙ্গের বিহ্বলতায় ।।
          ******