রথের মেলা বসেছে পথের মোড়ে
ছেলে বুড়ো খোকা খুকু হাজির সেথা,
জগন্নাথ,বলরাম,সুভদ্রা,সেজেছে ফুলে ফুলে
হরেক রকম মনোহারী জিনিস আছে হোথা।
জয় জগন্নাথ ধ্বনির সাথে
চলছে মেলায় কেনাকাটার রমরমা
পাপড় ভাজা, জিলিপি, খাজা, গজা
গাছ গাছালি হরেক পুতুলের ঝমঝমা।
নাগর দোলায় ওঠানামা
সে যে এক ভীষণ মজার খেলা
মেলার মাঝে সাঁঝবেলায় উঠলো রব
এবার শুরু রথের রশি টানার মেলা ।।