সবুজ রঙিন ডানা মেলে উদাসী মনের ছায়া,
কার তরে আজ তোর মনে জেগেছে মায়া ?
বাউল বাতাস করে ছারখার যত দুঃখ জ্বালা,
অনুভূতি দিয়ে গাঁথবে কপোতী রঙিন মেঘের মালা ।
অভিমানী রোদের লাগি কেন তোর এত অনুরাগ ?
ভাঙবে মান গোধূলির ছটায় সরবে দূরে রাগ,
বাঁধবে বাসর নিরিবিলি আঁধারে মুক্ত হবে বীতরাগ ।।
********