রঙিন বসন্ত এসে গেছে … ।
লাল পলাশে, শিমুলে, কৃষ্ণচূড়ায় ভরেছে আকাশ
সবুজ ঘাসে, গাছের পাতায় উদ্বেলিত বাতাস ।
কানে কানে সে বলে চলে ‘আমি এসেছি’ …
‘খোলো দ্বার, রঙিন লালে ভরিয়ে তুলবো তোমাদের মন’ ।
বসন্তের ডাকে ভালোবাসার রঙে পাগল হয়ে …
ছুটে চলি প্রান্তরে-প্রান্তরে রঙিন লালের সন্ধানে,
মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখি লালে লাল চারিধার
পলাশ, শিমুল,কৃষ্ণচূড়া জানাচ্ছে অভিবাদন
লাল আঁচলে সুপ্ত সবুজ ঘাস প্রস্তুত করছে সাধের অঙ্গন ।।
******