একফালি চাঁদের আলোর সুধায় মোহ ভরায় সৌরভে,
আবছা আঁধারিতে স্বপ্নেরা উড়ে আসে নব গৌরবে,
কত শত কল্পনা উছল ধারায় স্নাত ভালোবাসায়!
ঢেউয়ের মত আসে ভীড় করে অপার আশায়।
সারাটা রাত বুনুন গাঁথে অন্তরের মালা মুগ্ধতায়,
কবিতারা সুর করে অসংখ্য রাগিনীতে মনোলোভা অপরূপতায়
হঠাৎ সূর্যের ঝলকে আলোর রেখা জড়ায়
রক্তিমতায়।