দিগন্ত জুড়িয়ে রক্তিম আভায়---
বসন্তের সাড়া জাগিয়ে ভালোবাসার ছন্দে,
মনের রুপরেখাকে নব-রূপের ছটায় ভরিয়ে
লাল পলাশ এলো মুগ্ধতার আনন্দে ।
সকল বিষন্নতা যায় সরে দূরে দূরে---
তার পরশের বিলাসে স্বপ্ন-মাখা রক্ত-রাগে,
প্রেমের বারিষ ধারায় মুক্ত প্রাণের আঙ্গিনায় ----
নিঃশ্বাস-প্রশ্বাস আনে এক অদ্ভুত শিহরণ মুক্তির অনুরাগে ।
তার উচ্ছলতায় ফাগুন ধরা দেয় সকল অন্তঃপুরে
শাল-পিয়ালের মধুর টানে পিউ-কাহার কুহু কুহু রবে….
উজ্জ্বল রোমান্টিক লাল পলাশের আমন্ত্রণে
সুনির্দিষ্ট চাওয়া-পাওয়া থাকে সুমিষ্ট কলরবে ।।
--------