নিশ্চিন্দিপুরের বাসিন্দা হরিহর রায়
স্ত্রী সর্বজয়া, পুত্র অপু, কন্যা দুর্গা তার সর্ব-সহায় ।
প্রকৃতির সৌন্দর্যে, রহস্যে ঘেরে কৌতূহলী ছেলে-মেয়েদের মন
ছুটে ছুটে বেড়ায় তারা, আলো করে সারা বন ।
সারাদিন দুষ্টুমিতে করে তাদের হৃদয় আনচান
কু-ঝিক-ঝিক রেলগাড়ির আওয়াজে মনে আসে বান ।
হঠাৎ এল এক ঝড়-জলের অশুভ রাত
দুর্গা নিল ধরাতল হতে চিরবিদায়, ঘটলো বজ্রাঘাত ।
শোকে, বিপর্যয়ে তাদের সংসারে তখন সকলে কাতর, ক্লান্ত
এ তল্লাটে থাকবেন না আর, হরিহর নিলেন সিদ্ধান্ত ।
একদিন সপরিবারে নিলেন বিদায়
কাশীবাসী হবেন কন্যা শোকে সেথায় ।
পড়ে রইল ভিটেমাটি, কোন মায়া নাই
যাবার সময় শুধু দু'ফোঁটা অশ্রুজল নিল ঠাঁই ।
********