রবির আলোয় খুঁজবে সকল কালো
প্রদীপ-শিখায় উঠবে জ্বলে সকল মনের আলো ।
জাগবে মানুষ কাটিয়ে সকল অন্ধকার
করবে অন্যায়-অবিচারের সকল প্রতিকার ।
একদিন ঠিক মন-বারান্দায় উঠবে প্রাণের রবির উষা
জাগবে মানুষ, দেখবে রবির নতুন বেশ-ভুষা ।
অন্যায়ের বিরুদ্ধে জয়লাভ করবে রবির দীপ্ততা
বুঝবে সেদিন সারা জগৎ রবির সত্যতা ।।