রথ চলেছে গড়গড়িয়ে ....
মাঠ পেরিয়ে ঠাকুরবাড়ির অঙ্গনে,
আসছে খোকা আসছে খুকু বহু দূর থেকে
মাসির বাড়ির প্রাঙ্গণে ।
ফুলে ফুলে সেজেছে
জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবী সিংহাসনে,
পুরোহিত মশাই পূজায় রত
ভক্তরা সব দিচ্ছে প্রসাদ তাদের মহা বরাসনে ।
বসেছে মেলা হরেক রকম
মন্ডা মিঠাই জিলিপি খাজা গজা,
নানান রকম খাবারের মাঝে
পাপড় ভাজা খেতে বড় মজা ।
বাজে বাঁশি ভেঁপু ভেঁপু-----
থাকবে তারা মাসির বাড়ি,
ফিরবে তাঁরা সাত দিন পর
এখন এসো টানি রথের রশি, দিয়ে সারি ।
রথের ভিড়ে-
চারিদিকে শোনা যায় 'জয় জগন্নাথ' জয়ধ্বনি,
কোলাহল আর আলোর সাথে
পথ-স্রোতে ভাসে অসংখ্য মানুষের সন্মোহনি ।
জনস্রোতের মাঝে দাঁড়িয়ে থাকে একজন
জীর্ণ শীর্ণ দীর্ণ চেহারায় জীবিকার আড়ালে,
ক'টি বেলি ফুলের মালা হাতে নিয়ে
বাকি ছেঁড়া কাপড়ের অন্তরালে ।
আজও আসে রথের মেলায় রাধারানী
আজও চেনা যায় ওই যে ওটাই রাধারাণী গো,
জয়ধ্বনি আর কোলাহলের মাঝে ক্ষীণ-কণ্ঠে
শোনা যায়-“মা,বাবু, একটা মালা নাওনা গো” ।।
******