হারিয়ে ভোরের ঠিকানায় সবুজে ঘেরা রাঙামাটির দেশে,
শিশির সিক্ত দূর্বার দলে স্বপ্ন এসে মেশে।
মধুর হাওয়ায় হিমেল পরশে প্রকৃতি নতুন বেশে,
আকাশের ক্যানভাসে আঁকে মেঘেরা কল্পনার ছবি অবশেষে।
কুয়াশার চাদর ছিঁড়ে হাসে একফালি সোনালী রোদ্দুর,
ধানের কচি শীষে দোলা দিয়ে যায় সুদূর,
ভালোলাগার আমেজ ছড়িয়ে ভেসে আসে ঐক্যতানের সুর।।