এক পশলা বৃষ্টি শেষে
সাত-রঙা দ্যুতি দেয় রাঙ্গিয়ে,
রামধনু বাঁকা পথটি দেখিয়ে
ভালবাসায় মনটি তোলে ভরিয়ে ।
আলোর জ্যোতিতে কাটবে আঁধার
বিচ্ছূরণে জ্বলবে সবার প্রাণের প্রদীপ,
মেঘলা মনের রঙিন উদাসী স্বপ্ন
আকাশের বুকে জ্বালবে আনন্দ-দীপ ।
বেগুনি নীল আকাশী সবুজ
হলুদ কমলা লালের ছটায়,
ভুবন মাঝে ছড়িয়ে জ্যোতি
সোহাগী ভাসে সাত-রংমহলের ঘন-ঘটায় ।
মৃদুমন্দ বাতাসে সুরের মূর্ছনায়
রামধনুতে ছুঁয়ে যায় অভিসারের পরশ,
রাগ-অনুরাগে, প্রেমের পুলকে
ভূবন জুড়ে ভেসে চলে পরম হরষ ।।
*****