পুরাতন অনেক কিছুই হয়েছে রদবদল
তাতে লেগেছে অনেক রং, অনেক আতিশয্য,
পুরাতন যুগে ঘর-কন্যা ছিল  
রমণীর একান্ত আপন,  
পুরুষের বাইরের কাজ
আর রমনীর গার্হস্থ্য কাজে              
মজবুত হয়ে যেত সংসারের বাঁধন ।  

সংসারের বাঁধন হয়েছে ছিন্ন  
প্রয়োজনের তাগিদে রমণীও আজ পুরুষের সমান,  
জীবন-অস্তিত্বে সেও আজ ঘরের বাইরে    
দায়িত্ব ও পরিচর্যায় মুক্তির আবেশ,
ঘরে বাইরে সমান দাপটে সে সহ্যশীলা
হয়তঃ কখনো পরিস্থিতির চাপে
পুরুষকে করে কুক্ষিগত, পড়ে আংশিক রেশ ।

“সংসার সুখের হয় রমণীর গুনে”  
হয়তঃ সবসময় রক্ষিতহয় না সেই মান,
তবু আজ শুনতে হয় রমনীকে
“সংসার সুখের হয় যদি পুরুষ বৌয়ের কথা শোনে”,
বর্তমান জীবনের প্রেক্ষাপটে হোক না পারস্পরিক সমঝোতা  
“সংসার সুখের হবে রমনীর গুনে  
পুরুষও সুখী হবে একতার বন্ধনে”।।

      ***************