একটার পর একটা দরজা খুলে যায়…
প্রশ্ন, অমূল্য রতন আছে কি হেথা?
ঘরের পর ঘরে চলে পদচারণ….
পরের পর বিস্ময় লুকিয়ে থাকে সেথা!
শুধু শূন্যতা আর হতাশা ঘেরে কুয়াশায়….
তবু বিস্ময়ের আশা ছুটে চলে অমোঘ বিশ্বাসে,
আলাদিনের প্রদীপখানি হাতে নিয়ে….
অন্ধকার খুঁজে ফেরে নতুন আশ্বাসে।
তাই, পুরানো-নতুনের সন্ধিক্ষণে উদ্বিগ্নতায় কাটে প্রহর….
অসুস্থ দুনিয়ায় মানবতা হয়েছে বিলোপ,
প্রশ্ন, শূন্যতায় ভরা শেষ ভাবনাটুকু….
অবশিষ্ট থাকবে, না কি সবটুকুই পাবে লোপ?
*****