ঘরে ঘরে পাড়ায় পাড়ায় উঠেছে রব
চেয়েছে সমাজের  কদর্য চিত্রের  বিচার,
প্রতিবাদের ভাষায় অনেকে হয়েছে সরব
আন্দোলনের অন্যতম উদ্দেশ্য  সুবিচার ।

মিছিলে মিছিলে পথ-ঘাট ভেসেছে কলরবে
লুকিয়ে নেই আর আমজনতার দল,
হৃদয়ের গভীরে পুড়ে যাওয়া অনুভবে
কিছু বুদ্ধিজীবীরাও দেখিয়েছে তাদের বল।

সকল বুদ্ধিজীবীদের আরোও আসতে হবে ধেয়ে
হতে হবে সোচ্চার, খুলতে হবে প্রতিবাদী মুখ,
নির্যাতিতা  যে সকলের ঘরের মেয়ে
তাঁকে শ্রদ্ধা না জানালে সকলে পাবে দুখ ।

আমাদের সকলেরই আছে ঘরে ঘরে
মা, বোন, কন্যা, যারা অতি আপনজন,
নির্যাতিতার বিচার যদি হয় অনাদরে
মনোবেদনায় ভুগবে মোদের ঘরের মনুষ্যজন ।

আনতেই হবে সুস্থতা আমাদের সমাজে
হোক রাত দখল, ভোর দখল, মানব বন্ধন,
বুদ্ধিজীবীরাও থাকবেননা ঘরে বসে লাজে
তারাও আসুন মুখোশ খুলে দিতে, অপরাধের আড়ালে কোন জন?
                                  ***