অনুভবে অনুভূতিতে ভেসে আসে….
কত কত প্রশ্ন ? কত কত কৌতুহল !
কিছুই ভেবে পাই না, তবুও…
উত্তর পেতে চাই, কিন্তু পাই না কোন তল ।
ঘেরা প্রাচীরের আবরণ ভেদ করে…
ছুটে আসে প্রশ্ন—প্রশ্ন—আর প্রশ্ন ???
উত্তর খুঁজে খুঁজে ক্লান্ত হয় মন
সারা পরিবেশ হয়ে পড়ে বিষন্ন ।
হতাশ হয়ে ঘুরে ঘুরে মরি
হাজারো প্রশ্নের জবাবে উত্তর কিভাবে পাই ?
বৃত্তের বলয়ে কে ঘোরা-ফেরা করে
কার ভালোবাসা আমি অন্তরে খুঁজে যাই ?
তুমি কি সেই, যে শুধু আমার একান্ত ভালবাসা
সঠিক উত্তর না পেয়ে হারাই পথের দিশা,
হৃদয়ে বাসা বাঁধে অনেক আশা
যথার্থ উত্তরে শেষ হোক এ নিশা ।।
******