প্রথম পরশ পাওয়া এক বসন্ত বেলায়,
মধুর মায়া জড়ায় রক্ত-পলাশের মুগ্ধ খেলায় ।
হাতে ধরে হাত ভেসে যায় সবুজ গালিচায়,
সোনাঝরা রোদ গায়ে মাখে ভালোবাসার ভেলায় ।
মনের সাথে মাধুরী মিশিয়ে এনেছি অনেক প্রসন্নতা,  
প্রনয়ের চরণে দিয়েছি অঞ্জলি, সরিয়ে সব কলুষতা ।
চোখের আড়াল হোক, তবু অনুভবে থেকেছে স্বপ্ন,  
ভালবাসা করেছে বপন, তোমাতে হৃদয় মগ্ন ।।
         *********