আকাশে-বাতাসে মুখর  প্রকৃতির শোভা
বনরাজি দৃশ্যমান সুশীতল পরশে,
সবুজ ঘাসের আগায় শিশিরের মুক্তবিন্দু
উচ্ছলতায় দোদুল দোলে মনের হরষে ।

প্রকৃতির কোলে পাখির কলকাকলিতে ভরে ওঠে
সূর্যের প্রথম রক্তিম আলোর অঙ্গন,
নতুনের আহবানে ঘোঁচে অন্তরের ক্লেশ–গ্লানি
মধুরতায় গড়ে ওঠে ফুল-মালিকার বন্ধন ।

প্রকৃতি প্রেমের অনাবিল আনন্দ-গানে
হৃদয়ে জমানো ব্যথার হয় অবসান,
ভালোবেসে সযত্নে প্রকৃতির মাঝে রাখি সবে
জীবন-সুরক্ষার  ছায়ায় অমোঘ আকর্ষণের টান ।।
                **********