পাখিরা গায় গান
হৃদয়ে আসে বান,
প্রভাতে ঝরে সোনা
মন হয় আনমনা ।
ফুলেরা পাপড়ি মেলে
মিষ্টি হাসি খেলে,
ভ্রমর আসে যায়
মধুর গুঞ্জন বায় ।
ছোট্ট নদীর জলে
নৌকা উজানে চলে,
মাঝির ভাটিয়ালি গান
বাতাসে ভৈরবীর তান ।
শাপলা পানার ছায়ায়
ভাঁটা ফেরে মায়ায়,
স্বপন দেখার অনুরাগে
হৃদয় সরে বীতরাগে ।
রঙ ছড়ানো ভালোবাসা
ভরায় সব আশা,
প্রকৃতি আঁচলে ঢাকে
স্নেহে গুছিয়ে রাখে ।
জীবনে অনুভূতির কল্পনা
এঁকে যায় আলপনা,
মুখর স্মৃতির পাতা
জমা রাখে খাতা ।
***