প্রকৃতির মন বিরূপ বড়
অবহেলা অনাচারে হয়েছে রূঢ়,
প্রাণের আনন্দে বাড়ছে সে কই
সবাই যে মাথার ছাতা হারাচ্ছে ওই ।

কর্তন-ছেদন করোনা তার বক্ষ
তারে ভালোবেসে পাবে সকল মোক্ষ,
জীবনের অক্সিজেন সরবরাহের আবশ্যকতায়
বাঁচিয়ে রাখো তারে সকল রকমের প্রতিবন্ধকতায় ।।

                ********